মাত্র কয়েক মিনিটে আধার কার্ডের সাহায্য়েই পেয়ে যেতে পারেন প্যান কার্ড! জেনে নিন পদ্ধতি
Odd বাংলা ডেস্ক: ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণপত্র হল প্যানকার্ড। আর একটি গুরুত্বপূর্ণ হল আধার। আর ওই দুই প্রমাণপত্র ছাড়া কিন্তু নাগরিকদের আয়কর প্রদানের সময় যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, আর্থিক লেনদেনদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধার এবং প্যান। আর এবার আধার কার্ড দিয়েই খুব সহজেই পেয়ে যেতে পারবেন ই প্যান কার্ড!
এর জন্য আপনাদের যেটা করতে হবে, তা হল income tax এর মূল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে স্ক্রিনে pan through adhar অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে নতুন পেজে যেতে হবে। নতুন পেজে গিয়ে গ্রাহকদের আধার নম্বর দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। তারপরে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি otp পাঠানো হবে, সেটা দিতে হবে। তারপরেই কিছু সময়ের মধ্যে পাওয়া যাবে নতুন ই প্যান কার্ড।
Post a Comment