এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ নামল কলকাতায়, আর মরশুমের শীতলতম তিলোত্তমা


Odd বাংলা ডেস্ক: গত শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করে। ৭২ ঘণ্টার মধ্যেই শীতের দাপটে রীতিমতো কাঁপছে রাজ্যবাসী। রাজ্যে বাধাহীন উত্তুরে হাওয়ার ঢোকার কারণে কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতলের জেলাগুলি। আজ, সোমবার এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নেমে গিয়েছে। যা এই মরশুমে রেকর্ড। 

দিঘা ছুঁয়ে ফেলেছে ১০ ডিগ্রির ঘর। ঠান্ডায় পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিঙ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমেছে। ফলে সকাল বেলাতেও শহরে শীতের দাপট ভালই মালুম হচ্ছে। বড়দিনের আগে শীত পড়ায় চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি-সহ দর্শনীয়স্থানগুলিতে উপচে পড়ছে ভিড়। ময়দানে চত্বরে ইতিউতি চড়ুইভাতির ছবিও ধরা পড়ছে। পার্ক স্ট্রিট, সদর স্ট্রিট এলাকায় বিদেশি পর্যটকদের আনাগোনাও বেড়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.