মোদীর মুকুটে নয়া পালক, প্রধানমন্ত্রীকে ‘Legion of Merit’ সম্মান

Odd বাংলা ডেস্ক: নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মানে ভূষিত করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘Legion of Merit’ সম্মান প্রদান করেন ডোনাল্ড ট্রাম্প। দু’দেশের কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলা ও ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় তাঁর নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে এই সম্মান প্রদান।

প্রধানমন্ত্রীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউসে তাঁর হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। টুইটারে রবার্ট ও’ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্য়ই এই সম্মান প্রদান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.