দেশের প্রথম ভার্টিক্যাল ফরেস্ট টাওয়ার তৈরি হল এই শহরে, রয়েছে অসাধারণ স্কাই ভিলা কনসেপ্ট


Odd বাংলা ডেস্ক:
বেঙ্গালুরুর বুকে সবুজে ঘেরা আন্তর্জাতিক মানের সুবিধা-যুক্ত একটুকরো বিলাসবহুল বসবাসের জায়গা তৈরিতে এগিয়ে এল মানা ফরেস্টা। বিলাসবহুল হলেও তা কিন্তু সাধ্যের মধ্যেই সাধপূরণের সুবিধা দেবে। শহরের কোলাহলের মধ্যে থেকেও প্রকৃতিকে আপন করে নিতে পারবেন আপনি। বাস করতে পারবেন সবুজে ঘেরা সৌন্দর্যের মধ্যে। 

সারজাপুর মেইন রোডে উইপ্রো কর্পোরেট অফিসের খুব কাছে ৩ ও ৪ বিএইচকে আল্ট্রা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট শুরু করছে মানা ফরেস্টা। পুরো প্রোজেক্টে সৌন্দর্যায়নের জন্য বসানো হয়েছে ১ হাজারের বেশি সুন্দর ফুলের গাছ। সুন্দর করে কাটা আড়াই হাজারের বেশি সাজানো গাছ। এবং ৩৫০ মিটার দীর্ঘ এলাকায় টব। মানা ফরেস্ট প্রোজেক্টে রয়েছে অসাধারণ ডিজাইনের স্কাই ভিলা কনসেপ্ট। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল ফরেস্ট টাওয়ার। ১৪ তলা এই টাওয়ারে রয়েছে মাত্র ৫৬ টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। 

তিন বেডরুমের ফ্ল্যাট ২৪৩১ থেকে শুরু করে ২৫৯২ স্কোয়ার ফিট। আর চার বেডরুমের অ্যাপার্টমেন্ট ৩০৬০ থেকে ৩৩২৩ স্কোয়ার ফিট। মানা ফরেস্টার প্রতিটি অ্যাপার্টমেন্টে সঙ্গে রয়েছে ল্যান্ডস্কেপ করা প্রাইভেট ব্যালকনি। এছাড়া রয়েছে ৫০টিরও বেশি লাইফস্টাইল অ্যামিনিটিস। ফলে মানা ফরেস্টায় একবার এলে জীবন হয়ে উঠবে সহজ এবং আনন্দে ভরপুর। দাম শুরু মাত্র ১.৭৬ কোটি টাকা থেকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.