আগুনের করাল গ্রাসে ভস্মীভূত হিমাচলের গোটা গ্রাম, এক মাসে ৪ বার অগ্নিকাণ্ড শিমলায়
Odd বাংলা ডেস্ক: বড়দিনের বিকেলে হিমাচল প্রদেশের একটি আস্ত গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে গেল! হিমাচলের শিমলার অন্তর্গত রোহড়ু শহরের নিকটে বগহি নামে ওই গ্রামটি। মাত্র ১৩টি পরিবার নিয়ে গড়ে ওঠা ওই গ্রামেপ একটি ঘরও আগুনের হাত থেকে রেহাই পায়নি। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণের সঠিক হিসেব এখনও করে উঠতে পারেনি কর্তৃপক্ষ। সূত্রের খবর, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গ্রামের সবক'টি ঘর ছাই হয়ে যায়।
এমনকী গ্রাম পঞ্চায়েতের অফিসটিও আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি। শিমলা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে এই গ্রামটি। তবে আশার কথা ১৩টি ঘর পুড়লেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।অগ্নিদগ্ধ গ্রামটিকে পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে মহাকুমা শাসককে। তিনিই ক্ষয়ক্ষতি বিষয়টি পর্যালোচনা করে হিমাচল প্রদেশ সরকারকে সম্পূর্ণ রিপোর্ট পাঠাবেন। রাজ্য সরকারের তরফে ঘরপোড়া মানুষগুলিকে আশ্বস্ত করে বলা হয়েছে, ত্রাণের টাকা সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আগ্নিকাণ্ডে গৃহহীন এই মানুষগুলির সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, দ্রুতই আগুন চারাপাশে ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গোটা গ্রাম ভস্মীভূত হয়ে যায়। দমকলের কর্মীরা ও পুলিশ মিলে চেষ্টা করেও আগুনের হাত থেকে ঘরগুলি রক্ষা করতে পারেনি। জানা গিয়েছে, চারটি ঘর আংশিক পুড়লেও বাসযোগ্যের অবস্থায় নেই।
Post a Comment