নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ে মাস্টারপ্ল্যান কেন্দ্রের, বাংলায় জানালেন মোদী
Odd বাংলা ডেস্ক: ২০২২-এ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। বছরভর নানা কর্মসূচি। তার জন্য বিশেষ কমিটিই তৈরি করল মোদির সরকার। বাংলায় ট্যুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বহিরাগত তকমা ধুয়ে ফেলে বাঙালি আবেগ ছুঁতেই কি কেন্দ্রের বিজেপি সরকারের এমন নেতাজি-উদ্যোগ? উঠছে প্রশ্ন। মানতে নারাজ গেরুয়া শিবির।
এবারে ভোটের ‘ভরসা’ নেতাজি ৷ কখনও স্বামীজি, কখনও রবীন্দ্রনাথ। এবার নেতাজি। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্র। বাংলার মন ছুঁতে বাংলায় ট্যুইট নরেন্দ্র মোদির। লিখেছেন, ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী ৷ জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছে ৷ বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান ৷
Post a Comment