করোনার কামড় থেকে বাঁচতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মানতে হবে কোভিড গাইডলাইন জানাল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: দেশে করোনার দাপট আগের থেকে ধীরে ধীরে কমছে ঠিকই তবে এখনই সময় সতর্ক হওয়ার। এই আবহে ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সতর্ক কেন্দ্র সরকারও। আর তাই ২০২১-এর ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা নির্দেশিকা জারি থাকবে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোভিড গাইডলাইন্স যাতে কঠোরভাবে লাগু করা হয়, সে ব্যপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলছে এবং ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনে আক্রান্তের খবর মিলেছে। এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন ও নজরদারি জরুরি। মন্ত্রক জানিয়েছে নজরদারি চলছে, কড়াকড়ি থাকবে, কনটেনমেন্ট জোনও বজায় রাখা হবে।
করোনা আতঙ্কের মধ্যেই দেশের চারটি রাজ্য, অসম, পঞ্জাব, গুজরাত ও অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত গাইডলাইন মেনে চলার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে নজরদারি চলবে ২০২১ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত।স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চার রাজ্যের জেলা হাসপাতাল, শহরাঞ্চল, গ্রামীণ এলাকাগুলিতে কোভিড-ভ্যাকসিনের ড্রাই রান চালানো হবে। করোনা ভ্যাকসিনের বন্টন প্রক্রিয়া, সংরক্ষণ থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখবেন স্বাস্থ্য আধিকারিক ও ভ্যাকসিন টাস্ক ফোর্সের সদস্যরা।
Post a Comment