বঙ্গরাজনীতিতে জমি পোক্ত করতে নেতাজী-বিবেকানন্দ জন্মদিবসে রাজ্যে আসছেন মোদী-শাহ
Odd বাংলা ডেস্ক: রাজনীতির স্বার্থে তবে কি এবার স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুকেও হাতিয়ার করতে চলেছে মোদী-শাহর দল? খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই মনীষীর জন্মবার্ষিকীতে রাজ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে খবর।নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদ্যাপনের সূচনা হবে আগামী ২৩ জানুয়ারি। ওই দিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।তার আগে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
আগামী বছর বিধানসভা ভোট, তার আগেই বঙ্গরাজনীতিতে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব তুঙ্গে। এরাজ্যে বিজেপি ঘাঁটি জোরদার করতে ১২ জানুয়ারি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি হাওড়ায় একটি জনসভাও করতে পারেন অমিত শাহ- এমনটাই খবর বিজেপি সূত্রে। জনসভার প্রস্তুতি নিতেও প্রাথমিক ভাবে রাজ্য নেতৃত্বকে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। বেলুড়ে আগের দিন রাত কাটিয়ে সেখানে বিবেকানন্দর জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। এরপর ২০২১-এর ২৩ জানুয়ারি রাজ্যে এসে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে পারেন বলে খবর। তবে তাঁর কর্মসূচি এখনও স্পষ্ট নয়। রাজ্য বিজেপি নেতারা মনে করছেন, মোদী এলগিন রোডে নেতাজির বাড়িতে যেতে পারেন।
Post a Comment