নিজের মেয়েকেই বিয়ে করলেন মা! তারপর..

Odd বাংলা ডেস্ক: এমন অদ্ভুত ঘটনা যে ঘটতে পারে তা অনেক স্বাভাবিক মানুষেরই মাথায় আসবে না। কিন্তু তেমনটাই দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক নারীর ক্ষেত্রে। তিনি ভুল তথ্য দিয়ে নিজের কন্যাকে বিয়ে করেছিলেন।

বিষয়টি ধরা পড়ে যাওয়ায় আদালতে তা অপরাধ হিসেবেই গণ্য করা হয়। এরপর সমকামী সেই বিয়ে বাতিলসহ শাস্তি হিসেবে দুই বছরের জেল হয়েছে ৪৫ বছর বয়সী প্যাট্রিসিয়া অ্যান স্প্যানের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের আইনে খুব নিকট আত্মীয়দের এই ধরনের যৌনাচার নিষিদ্ধ।

শিশুদের পরিচর্যা নিয়ে কাজ করে আসা সংস্থা ডিপার্টমেন্ট অব হিউমেন সার্ভিস প্রথম মা-মেয়ের বিয়ের বিষয়টি ধরেন। পরে তা আদালতে গড়ায়।

ওকলাহোমায় সমকামী বিয়ে বৈধতা পাওয়ার পর ২০১৬ সালে প্যাট্রিসিয়া তার ২৬ বছর বয়সী মেয়ে মিস্টি ভেলভেট ডন স্প্যানকে বিয়ে করেছিলেন। প্যাট্রিসিয়ার গর্ভেই মিস্টির জন্ম। তবে মিস্টি ছোট থাকতেই তার মা থেকে বিচ্ছিন্ন ছিলেন। ২০১৪ সালে মা-মেয়ের পুনর্মিলন হয়; এর দুই বছরের মাথায় বিয়ে করেন তারা।

কন্যাকেও ১০ বছর পর্যবেক্ষণ ও কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.