অযোধ্যায় মসজিদ নির্মাণ নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে মতানৈক্য!

Odd বাংলা ডেস্ক: অযোধ্যায় মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু হতে না হতেই মুসলমানদের দুটি গোষ্ঠীর মধ্যে মতানৈক্য প্রকট হয়ে উঠেছে। গত শনিবার অযোধ্যার ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের বদলে কাছেই ধন্যিপুর গ্রামে নতুন জায়গায় নতুন করে মসজিদ তৈরির নকশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন- ভূমিপূজনের ১৩৮ দিন পরেও কেন রামমন্দিরের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না? জেনে নিন আসল কারণ

এ নিয়ে বুধবার দেশের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মসজিদ যদি হয় তা হবে অবৈধ নির্মাণ। ল বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি বলেছেন, ওয়াকফ আইন এবং শরিয়তের বিধান অনুযায়ী মসজিদের জমি বিনিময় করা যায় না। মসজিদও একটির জায়গায় অন্য একটি তৈরি করা যায় না। কাজেই অযোধ্যায় যে নতুন মসজিদ নির্মাণের কথা ভাবা হচ্ছে, তা অবৈধ ও বেআইনি। জিলানি বাবরি মসজিদ অ্যাকশন কমিটিরও সদস্য। ওই কমিটি সুপ্রিম কোর্টের গত বছরের রায়ে খুবই অসন্তুষ্ট।

এদিকে মসজিদ নির্মাণে প্রসঙ্গে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের সম্পাদক আতাহার হোসেন বলেন, সুপ্রিম কোর্ট রামজন্মভূমি মামলার রায়ে ওই জমি দিতে বলেছে। সেই অনুযায়ী সেখানে যে মসজিদ নির্মাণ হচ্ছে, তাকে কোনওমতেই বেআইনি বলা যায় না। আর শরিয়তের বিধান এক এক জন এক এক রকম ভাবে ব্যাখ্যা করেন। সুতরাং যাঁরা এটাকে অবৈধ বলছেন তাদের ব্যাখ্যার সঙ্গে আমাদের ব্যাখ্যা মেলে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.