ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১ কোটি


Odd বাংলা ডেস্ক: টানা সাতদিন ভারতে নয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০,০০০-এর নীচে থাকল। কিন্তু সার্বিকভাবে দেশে আক্রান্ত সংখ্যা এক কোটি ছাড়িয়ে পড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০৩১,২২৩। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬,৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার ফলে শেষ এক সপ্তাহে ভারতে দৈনিক নয়া সংক্রমিতের সংখ্যা ৩০,০০০-র গণ্ডির নীচে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.