বর্ষশেষে আশার আলো! অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিল ব্রিটেন


Odd বাংলা ডেস্ক:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন যুক্তরাজ্যে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) সেদেশে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। 

একটি সর্বভারতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন করা করোনাভাইরাসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু করার সুযোগ বেড়েছে বলে খবর।

পাশাপাশি ব্রিটেনে টিকাদান কর্মসূচির জন্য এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টিকাটির উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা থেকে ১০ কোটি ডোজের কেনার আগেশ এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই অনুমোদনের অর্থ হচ্ছে যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা মনে করছেন টিকাটি নিরাপদ এবং কার্যকর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.