প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও করে কারাগারে পর্নস্টার প্রেমিক!
Odd বাংলা ডেস্ক: ব্রাজিলিয়ান যুবক ফেব্রিকো ডি সিলভা। তিনি এমিরেটস বিমানের অ্যাটেনডেন্ট। তবে তার আরও একটি পরিচয় আছে। তিনি একজন সাবেক পর্নস্টার। বর্তমানে প্রেমিকার সঙ্গে কাটানো অন্তরঙ্গের মুহূর্তের ভিডিও পর্নসাইটে আপলোড করে দেওয়ার কারণে তিনি অস্ট্রেলিয়ার কারাগারে বন্দী।
অস্ট্রেলিয়ায় যাওয়ার পর এক নারীর প্রেমে পড়েন ব্রাজিলের ৩১ বছর বয়সী সাবেক পর্নতারকা সিলভা। একপর্যায়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতায় গড়ায়। প্রেমিকার অজান্তেই বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। তারপর সেসব ভিডিও পর্নসাইটে আপলোড করে দেন। মোট ১০টি ভিডিও তিনি আপলোড করেন সিলভা।
এ ঘটনায় সিল্ভার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী। সাবেক এই পর্নস্টারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সিলভাকে মুক্ত করতে অনলাইনে ফান্ড সংগ্রহের জন্য আবেদন করা হয়। আইনজীবী নিয়োগ এবং অন্যান্য খরচ হিসেবে আট হাজার ডলার প্রয়োজনের কথা বলা হয়। আরও বলা হয়, যারা সিলভাকে চেনেন, তারা জানেন- এরকম কোমল হৃদয়ের মানুষ আর হয় না। তাকে আমরা জেলে রাখতে পারি না।
Post a Comment