ব্রিটেনের পথেই এবার রাশিয়া, আগামী সপ্তাহ থেকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিলেন পুতিন
Odd বাংলা ডেস্ক: আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে করোনাভাইরাসের টিকা দেওয়া কর্মসূচি শুরুর ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। আর সেই পথেই এবার হাঁটছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে রাশিয়াতেও গণহারে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হবে।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও বার্তায় আগামী সপ্তাহ থেকে গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে প্রথমে শিক্ষক, চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই রুশ টিকা স্পুটনিক ৫-এর ২০ লক্ষ ডোজ হাতে পাবে রুশ সরকার। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, রুশ টিকার প্রথম ডোজ নেওয়ার ৪২ তম দিন থেকে তার কার্যকারিতা ৯৫ শতাংশে পৌঁছেছে।
Post a Comment