এখনই রাজনীতিতে 'না' রজনীর, ভক্তদের নিরাশ করে আচমকা ঘোষণা থালাইভার

Odd বাংলা ডেস্ক: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, ৩১ ডিসেম্বর নতুন দলের ঘোষণা করবেন থালাইভা। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল নিজের রাজনৈতিক দল আনতে চলেছে সুপারস্টার রজনীকান্ত, 'হতে পারে কোনও মিরাকল!'

কিন্তু মঙ্গলবার ভক্তদের নিরাশ করে জানিয়ে দিলেন, তিনি এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না রজনী। তাঁর এমন ঘোষণায় বহু মানুষ বিশেষত তাঁর অনুরাগীরা যে হতাশ হবেন তা স্বীকার করে রজনী সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।এদিন তিন পাতার একটি বিবৃতি টুইট করে তাঁর রাজনীতিতে না আসার কথা ঘোষণা করেন তিনি।

 

তবে প্রাতিষ্ঠানিক রাজনীতিতে না এলেও মানুষের সেবার কাজ তিনি চালিয়ে যাবেন, একথাও জানিয়েছেন রজনীকান্ত। সেই সঙ্গে জানিয়েছেন, অনেক মানসিক কষ্ট নিয়েই রাজনীতিতে না আসার এই ঘোষণা করছেন তিনি। তাঁর কথায়, ‘‘একমাত্র আমিই জানি এই ঘোষণা করতে কতটা কষ্ট হচ্ছে আমার।’’

আগামী বছরই তামিলনাডুর নির্বাচন। তার আগে জানুয়ারি থেকেই নতুন দল নিয়ে রাজ্য রাজনীতিতে অভিষেক করবেন রজনী-এমনটাই ভেবেছিলেন অনুগামীরা। গত সেপ্টেম্বরেই কোয়েম্বাটোরের রাস্তাতে তাঁদের প্রিয় নেতার নামে পোস্টার লাগাতে দেখা গিয়েছিল ভক্তদের।কিন্তু আচমকা এমন সিদ্ধান্তে কার্যতই আশাহত তাঁর অনুগামীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.