নিজের রাজনৈতিক দল আনতে চলেছে সুপারস্টার রজনীকান্ত, 'হতে পারে কোনও মিরাকল!'
Odd বাংলা ডেস্ক: জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সুপারস্টার রজনীকান্ত ঘোষণা করলেন যে, এবার নিজের রাজনৈতিক দল আনছেন তিনি। আর তা আসতে চলেছে ২০২১ সালের জানুয়ারি মাসেই। আর এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে আগামী ৩১ ডিসেম্বর।
রজনীকান্ত বলেন, 'আমরা অবশ্যই বিধানসভা ভোটে জয়ী হব এবং সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, এবং আধ্যাত্মিক রাজনীতি করব। একটি আশ্চর্য এবং অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে।' প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তিনি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন।
রজনীকান্ত তাঁর বক্তব্যে রাজনীতিতে আধ্যাত্মিকতার বিষয়টিতে তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন, আধ্যাত্মিক রাজনীতি যা ধর্ম, দুর্নীতির ঊর্ধে গিয়ে জনকল্যাণকর কাজের ওপর বিশেষ গুরুত্ব দেবে। রজনীকান্ত তাঁর সমর্থকদের রাজ্যের প্রতিটি সড়কে, প্রতিটি গলিতে গিয়ে তাঁর উদ্দেশ্য সম্পর্কে বার্তা দিতে বলেছিলেন এবং তিনি তাঁর সমর্থকদের আরও বলেন যে, 'সঠিক সময় এলে আমি যুদ্ধের ডাক দেব এবং সেই সময় আপনারা সবাই আমাকে সমর্থন করার জন্য প্রস্তুত থাকুন।'
Post a Comment