সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ডিজিটাল টিমে স্থান পেলেন কাশ্মীর বংশোদ্ভূত আয়েশা
Odd বাংলা ডেস্ক: জো বাইডেন হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে জায়গা পেয়েছেন কাশ্মীরি বংশোদ্ভূত আশেয়া শাহ। এর আগে তিনি স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আয়েশার বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়। তবে তাঁর পূর্বপুরুষ কাশ্মীরের।
দীর্ঘদিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন আয়েশা। এখনও স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি। তবে নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সূত্রের খবর, কমলা হ্যারিসের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আয়েশার। সোমবার বাইডেন হোয়াইট হাউজে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন, সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। বাইডেনের প্রশাসন কাশ্মীর নিয়ে বিশেষ কোনও নীতি নিতে পারেন বলেও মনে করছে কূটনীতিক মহল। কারণ, হ্যারিস বিষয়টিকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে দেখছেন। সেই পরিস্থিতিতে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে একজন কাশ্মীরি বংশোদ্ভূতকে রাখা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। আয়েশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মীরের কোনও সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আয়েশা কখনও সরবও হননি। ফলে বিষয়টি নেহাতই কাকতালীয় বলেও দাবি করছেন অনেকে।
Post a Comment