থাইল্যান্ডের রাজার সঙ্গীনীর নগ্ন ছবি এল প্রকাশ্যে, অভিযোগের তীর প্রাক্তন স্ত্রীদের দিকে!
Odd বাংলা ডেস্ক: থাইল্যান্ডের রাজ পরিবারের অন্দরের লড়াই ও বিদ্বেষের ছবিটা ফাঁস হয়ে গেল সর্বসমক্ষে। প্রকাশ্যে এল সেদেশের রাজার সঙ্গিনীর হাজারেরও বেশি আপত্তিকর ছবি। এর মধ্যে শতাধিক ছবিতে নগ্নাবস্থায় রয়েছেন তিনি। ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, রাজার কোনও প্রাক্তন স্ত্রী রয়েছেন এই ছবি ফাঁসের চক্রান্তের পিছনে। স্বাভাবিকভাবেই এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্নের এর আগে ৩জন স্ত্রী ছিলেন। কিন্তু পরে তাঁদের সঙ্গে একে একে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। আগের তিন পক্ষ মিলিয়ে সাতটি সন্তানও রয়েছে রাজার। তবে বর্তমানে সিনিনাত ওয়ংবাজিরাপাকডি নামের ওই তরুণীর সঙ্গেই থাকেন তিনি। ৬৮ বছরের রাজা তাঁর ৩৫ বছরের বান্ধবীকে সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দেন গত বছরের অগাস্টে। বিবাহবিচ্ছিন্না স্ত্রীদের কেউ প্রতিহিংসাবশত ওই ছবি ফাঁস করেছেন বলেই জল্পনা।
ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু ম্যাকগ্রেগর মার্শালের কাছে ছবিগুলি পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, থাই প্রশাসনের চরম বিরোধী হিসেবেই পরিচিত মার্শাল। তিনি নিজেই তাঁর ফেসবুক পোস্টে সেকথা জানিয়েছেন। তিনি বলেন, তিন মাস আগে তাঁর ঠিকানায় একটি চিঠি আসে। তাতে একটি এসডি কার্ড ছিল। তার মধ্যেই রাখা ছিল ১,৪৪৩টি ছবি। তাঁর দাবি ছবিগুলি সম্ভবত সিনিনাত নিজেই তুলেছিলেন তিনটি আলাদা আইফোনে। মনে করা হচ্ছে, পরে সেখান থেকেই হ্যাক করা হয়েছে সেগুলি। তবে ছবিগুলি এখনকার নয়। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সেগুলি তোলা হয়েছে।
Post a Comment