নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই দেশে!
Odd বাংলা ডেস্ক: ভিয়েতনামে সন্তান জন্মের ক্ষেত্রে লিঙ্গ ভারসাম্য হারিয়ে যাচ্ছে। কারণ, সে দেশে পুত্র ও কন্যা সন্তান জন্ম নেওয়ার হার সমান হচ্ছে না। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।
২০৩৪ সালের মধ্যে দেশটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা ১৫ লাখ বেড়ে যেতে পারে। ১৪ থেকে ৪৯ বছর বয়সী নারী-পুরুষের মধ্যে এই ভারসাম্যহীনতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
ভিয়েতনামের জেনারেল স্ট্যাটেস্টিকস অফিস (জিএসও) কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, ২০৫৯ সালের মধ্যে এই ভারসাম্যহীনতা ২৫ লাখে উন্নীত হতে পারে।
জিএসও বলছে, জাতিসংঘের জনসংখ্যা তহবিল কর্তৃপক্ষ দেখেছে, ১৯৮৯ সালে ভিয়েতনামে নারীরা গড়ে ৩.৮ সংখ্যক সন্তানের জন্ম দিতেন। গত বছর নারীরা গড়ে ২.০৯ জন সন্তান জন্ম দিয়েছেন। সে দেশে সন্তান জন্ম দেওয়ার আদর্শ হার ২.১।
বর্তমানে ১০০ কন্যাশিশুর বিপরীতে ১১১.৫ জন শিশুপুত্র জন্ম নিচ্ছে। আর তা দেখে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
Post a Comment