২০২১ সালে অনেক বেশি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন আপনারা, জেনে নিন দিনক্ষণ


Odd বাংলা ডেস্ক: পৃথিবী, সূর্য এবং চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় অবস্থান করলে, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ এলে তখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে এবং সূর্যগ্রহণ হয়। অন্যদিকে যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। বছরে বেশ কয়েকবার সূর্যগ্রহণ হয়ে থাকে। কিছু দিন আগেই বছরের শেষ সূর্যগ্রহণ ছিল। 

মহাকাশবিদরা বলছেন, এই বছরের তুলনায় আগামী বছর অর্থাৎ ২০২১-এ অনেক বেশি সূর্যগ্রহণ দেখা যাবে এবং একই সঙ্গে অনেক বেশি চন্দ্রগ্রহণও দেখা যাবে।

২০২১-এর সূর্যগ্রহণ

২০২১ সালে দু'টো সূর্যগ্রহণ ও দু'টো চন্দ্রগ্রহণ দেখা যাবে। নতুন বছরে প্রথম সূর্যগ্রহণটি দেখা যাবে জুনের ১০ তারিখ। ভারতীয় সময়ে ওই দিন দুপুর ১টা ৪২ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধে টা ৪১ মিনিটে। উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার প্রায় সব জায়গা থেকে, এর পাশাপাশি উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগরের বেশ কিছু জায়গা থেকেও গ্রহণটি দেখা যাবে।

২০২১-এর দ্বিতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের বেশ কিছু জায়গা থেকে এই গ্রহণ ওইদিন দেখা যেতে পারে। এই বছর ১৪ ডিসেম্বরও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। পাঁচ ঘণ্টা ধরে চলে গ্রহণ ও এটিই ছিল ২০২০-র শেষ সূর্যগ্রহণ।

২০২১-এর চন্দ্রগ্রহণ

২০২১ সালে চন্দ্রগ্রহণও দু'বার দেখা যাবে। প্রথমটি মে মাসের ২৬ তারিখ। ভারতীয় সময়ে দুপুর ২টো ১৭ মিনিট থেকে সন্ধে ৭টা ১৯ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ দেখা যাবে। দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা-সহ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের বেশ কিছু জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এর পর নভেম্বর মাসের ১৮ থেকে ১৯ তারিখ পর্যন্ত আরও একটি চন্দ্রগ্রহণ হবে। ভারতীয় সময়ে বেলা ১১টা ৩২ থেকে সন্ধে ৬টা ৩৩ পর্যন্ত ওই দিন চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি অবশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.