অনলাইন শপিং-এ মগ্ন? সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচতে মেনে চলুন এইসব উপায়
Odd বাংলা ডেস্ক: করোনা আবহে অনেকেই এখন শপিং মল কিংবা দোকানে গিয়ে কেনাকাটার পরিবর্তে অনলাইন শপিংটাকেই বেছে নিচ্ছেন। প্রায়ই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আপনারা অনলাইনে অর্ডার করে থাকেন। তবে অনলাইন কেনাকাটা করার পর পেমেন্ট করার সময় আপনারা বেশ কয়েকটি ভুল প্রায়ই করে থাকেন আর এই ছোট্ট ভুলের কারণে আপনারা সাইবার জালিয়াতের শিকার হতে পারেন, যা আপনাদের ব্যাঙ্ক ব্যালান্সকে একেবারে খালি করে দিতে পারে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনারা সেই জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে পারেন। আসুন জেনে নিন সেই বিষয়গুলি কী কী-
১) সঠিক ওয়েবসাইটে নির্বাচন করুন- অনলাইন কেনাকাটার সময় সঠিক এবং নিরাপদ ওয়েবসাইটকে চিহ্নিত করা খুবই প্রয়োজনীয়। আজকাল জালিয়াতরা Amazon বা Flipkart-এর নামে ভুয়ো ওয়েবসাইট তৈরী করে। আর এখানে অস্বাভাবিক কম দামে জিনিসপত্র বিক্রি করার প্রলোভন দেওয়া হয়। এইসব ওয়েবসাইটে থেকে কিনলে বেশিরভাগ ক্ষেত্রেই টাকা কেটে নিয়ে জিনিসপত্র পাঠানো হয়না, কিংবা জিনিস পাঠালেও নকল জিনিস পাঠানো হয়।
২) আসল ওয়েবসাইট চেনার উপায়- আসল ওয়েবসাইট জানতে গেলে প্রথমেই দেখুন ওয়েবসাইটের অ্যাড্রেসে সবুজ রঙের লক আছে কিনা। সেখানে যদি https লেখা না থাকে তাহলে সেই ওয়েবসাইটটি সুরক্ষিত নয়। আর ভালো করে দেখলে বুঝতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেস কিছুটা আলাদা। সেক্ষেত্রে সাবধান হন।
৩) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে কেনার আগে সাবধান- অনেক সময় ফেসবুকে দেখা যায়, হাজার হাজার টাকার জিনিস মাত্র ১০০-১৫০ টাকায় বিক্রির অফার দেওয়া হয়। ওই সব মেসেজে Amazon বা Flipkart-এর লোগোও ব্যবহার করা হয়ে থাকে। এগুলির অন্তত ৯৯ শতাংশ নকল হয়।
৪) ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিন- অনলাইন কেনার সময় যদি দেখেন ক্যাশ অন ডেলিভারির অপসন রয়েছে, তাহলে সেই অপশনটাই বেছে নিন। হাতে হাতে জিনিস পাওয়ার পর সেগুলি যাচাই করে তবেই টাকা দিন। এক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ কম থাকে।
Post a Comment