করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সানি দেওল, হোম আইসোলেশনে রয়েছেন কুলুতে


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হলেন অভিনেতা তথা বিজেপি  সাংসদ সানি দেওল। কুলু মানালির ফার্ম হাউসে কিছুদিন থাকার পর মুম্বই আসার আহেই করোনা ধরা পড়ল তাঁর। যার ফলে আপাতত অভিনেতার মুম্বই সফর বাতিল করা হয়েছে। করোনার রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত এখন তাঁকে আরও কটা দিন কুলুতেই কাটাতে হবে আইসোলেশনে। 

এদিন হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব সানি দেওলের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, সম্প্রতি তাঁর কাঁধে অস্ত্রপোচার হয়েছিল। আর সেই কারণেই মুম্বইয়ে অস্ত্রপোচারের পর বন্ধু-বান্ধব নিয়ে কুলুর ফার্ম হাউসে হাওয়া বদল করতে এসেছিলেন সানি। 

এরপর তিনি এবং তাঁর বন্ধুরা মুম্বই ফিরে যাওয়ার তোড়জোড় করছিলেন, তাঁর আগে করোনা টেস্ট করালে সানির রিপোর্ট পজিটিভ আসে। আর এই পরিস্থিতিতে বিমানে ওঠার অনুমতি পাওয়া যাবে না, থাকবে সংক্রমণ ছড়ানোর ভয়। তাই এখন ক'দিন কুলুতেই থাকবেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.