করোনা মহামারিকে পাশ কাটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যেসব সেলিব্রিটিরা
Odd বাংলা ডেস্ক: করোনা, লকডাউনে অনেকের বিয়ের পরিকল্পনা পিছিয়ে গিয়েছে বটে, তবে থেমে থাকেনি, পরিস্থিতি বুঝে একে একে বিয়ে সেরে ফেলেছেন অনেক সেলিব্রিটি। একবার দেখে নেওয়া যাক সেই তালিকাটা—
- গওহর খান–জইদ দরবার: গওহর বিগ বস ৭–এ জয়ী। আর জইদ বিশিষ্ট সুরকার ইসমাইল দরবারের ছেলে। নভেম্বরে বাক্দান সারেন। এবার বিয়েটাও সেরে নিলেন বছরের শেষে। ২৫ ডিসেম্বর ছিল রিসেপশন।
- রাণা দগ্গুবতি–মিহিকা বাজাজ: ৮ আগস্ট দীর্ঘদিনের বান্ধবী মিহিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাণা। হায়দরাবাদের রামনাইডু স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। কোভিড বিধি মেনে ৩০ জন এসেছিলেন বিয়েতে।
- যুজবেন্দ্র চহল–ধনশ্রী: আগস্টে বাক্দান সেরেছিলেন। ২২ নভেম্বর বিয়েটা করে নিলেন ভারতীয় ক্রিকেট দলের এই লেগস্পিনার। ধনশ্রী এক কোরিওগ্রাফার।
- নেহা কক্কর–রোহনপ্রীত: ২৪ অক্টোবর দিল্লিতে আনন্দ করজ অনুষ্ঠানের মাধ্যমে বাঁধা পড়েন নেহা আর রোহনপ্রীত। জানা গেছে, মাস দু’য়েক আগেই নাকি প্রথম দেখা দু’জনের। ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন বিয়েতে। বর–কনে দু’জনকেই সব্যসাচীর পোশাকে দেখা গেছে।
- কাজল আগরওয়াল–গৌতম কিচলু: ‘স্পেশাল ২৬’, ‘সিংহম’ খ্যাত কাজলও এ বছর গাঁটছড়া বাঁধলেন। ৩০ অক্টোবর। স্বামী গৌতম কিচলু ব্যবসায়ী। মালদ্বীপে দু’জনের মধুচন্দ্রিমার ছবি ভাইরাল।
- সানা খান–আনাস সাইদ: বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সানা নিজের ধর্মগুরুকে বিয়ে করেন। ২০ নভেম্বর ঘনিষ্ঠদের মাঝে জানিয়ে দেন ‘কবুল হ্যায়’। বর আনাস গুজরাটের বাসিন্দা। শোনা গেছে, বলিউড থেকে বিদায় নিয়েছেন সানা।
- শাহির শেখ–রুচিকা কাপুর: টিভির জনপ্রিয় মুখ শাহির বিয়ে করেন রুচিকাকে। ২৭ নভেম্বর ঘোষণা করেন বিয়ের কথা। ছোট্ট অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন।
- আদিত্য নারায়ণ–শ্বেতা আগরওয়াল: ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন আদিত্য আর শ্বেতা। মুম্বইয়ের ইস্কনের মন্দিরে। উপস্থিত ছিলেন ৫০ জন অতিথি। ২০১০ সালে একটি ছবির শুটিংয়ে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
Post a Comment