২০২০-তেও নারীশক্তির জয়, চিনে নিন দেশের ৫ ধনী মহিলাদের

Odd বাংলা ডেস্ক: ২০২০ সালে এই চরম প্রতিকূল পরিস্থিতিতেও পুরুষদের টেক্কা দিয়েছে ৫ নারী, আর তাঁরাই স্থান পেয়েছেনদেশের ধনীতম মহিলাদের তালিকায়। জেনে নিন তাঁদের সম্পদের পরিমাণ কত। 

১) রোশনি নাদার মালহোত্রা-ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অগ্রদূত HCL-এর অন্যতম প্রতিষ্ঠাতা শিব নাদারের একমাত্র সন্তান রোশনি নাদার মালহোত্রা। গত জুলাই মাসে শিব নাদার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরে HCL টেকনোলজির চেয়ারপার্সনের দায়িত্ব নেন রোশনি। কোটাক ওয়েলথ হুরুন ইন্ডিয়ার ধনী মহিলাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। HCL টেকনোলজির চেয়ারপার্সনের মোট সম্পত্তির পরিমাণ ৫৪ হাজার ৮৫০ কোটি টাকা। মার্কিন Forbes ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

২) কিরণ মজুমদার-শ- কিরণ মজুমদার-শ বায়োকনের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। প্রকাশিত রিপোর্ট অনুসারে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys-এর পরিচালন পর্ষদের অন্যতম সদস্য হলেন কিরণ মজুমদার-শ। তিনি প্রথম ভারতীয় মহিলা শিল্প উদ্যোগপতি যিনি Giving Pledge-এ স্বাক্ষর করেছেন।

৩) লীনা গান্ধী তিওয়ারি- মুম্বইভিত্তিক ওষুধ এবং বায়োপ্রযুক্তি সংস্থা USV-এর চেয়ারপার্সন হলেন লীনা গান্ধী তিওয়ারি। তাঁর সম্পত্তির পরিমাণ ২১ হাজার ৩৪০ কোটি টাকা। লীনা গান্ধীর ঠাকুরদা ভিতর গান্ধী Revlon-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে USV নামে এই কোম্পানিটি গড়ে তুলেছিলেন। এই কোম্পানির ৮০ শতাংশ আয় হয় তাদের ঘরোয়া বাজার থেকে।

৪) নীলিমা মোটাপার্তি- নীলিমা মোটাপার্তি ওষুধ সংস্থা ডিভিস ল্যাবরেটারিজ ডিরেক্টর (বাণিজ্যিক) পদে আছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৬২০ কোটি টাকা। ভারতের ধনী মহিলাদের মধ্যে চতুর্থ স্থান দখল করেছেন তিনি। ২০১২ সালে নীলিমা মোটাপার্তি ডিভিস ল্যাবরেটারিজ-এ যোগদান করেন। এর আগে আন্তর্জাতিক স্তরে কাজ করার দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে তাঁর।

৫) রাধা ভেম্বু- চেন্নাইভিত্তিক সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি Zoho Corporation-এর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর বোন রাধা ভেম্বু। Zoho-র সংখ্যাগরিষ্ঠ অংশিদারিত্বের মালিক তিনি। রাধা ভেম্বুর মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৫৯০ কোটি টাকা।

(২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.