সৌদি যুবরাজ সলমন-কে এবার রক্ষাকবচ দিতে চলেছে ট্রাম্প প্রশাসন
Odd বাংলা ডেস্ক: সৌদি আরবের সাবেক একজন গোয়েন্দাকে কানাডায় হত্যাচেষ্টার ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে এবার সৌদি ক্রাউন প্রিন্সকে দায়মুক্তি দেওয়ার ব্যাপারে ভাবছে ট্রাম্প প্রশাসন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,যদি ট্রাম্প প্রশাসনের অনুরোধ গৃহীত হয়ে যায়, তাহলে সৌদি যুবরাজ ওই মামলা থেকে রেহাই পেয়ে যাবেন। সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগীকে হত্যার ঘটনায়ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সাদ আল জাবরি গত আগস্টে খোলামেলাভাবে অভিযোগ করেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তাঁকে মেরে ফেলার জন্য কানাডায় একটি দল পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে তেমন প্রমাণ দিতে পারেননি জাবরি। এদিকে সৌদি যুবরাজকে পছন্দের কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে হেরে যাওয়ার ফলে সামনের বছরের ২০ জানুয়ারি তার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত ঘনিষ্ঠদের সাজা মাফ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজকে তিনি ক্ষমতায় থাকতেই দায়মুক্তি দেবেন কি না, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
Post a Comment