বাড়ছে সংক্রমণ, প্রজাতন্ত্র দিবসে ভারত সফর বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের


Odd বাংলা ডেস্ক: ২০২১-এর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিত থাকার কথা। তবে বরিস জনসন ওই অনুষ্ঠানে থাকার বিষয়টি নিয়ে এখন তৈরি হয়েছে সংশয়। ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। সেই কারণে টিয়ার থ্রি লকডাউন জারি করা হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অব দ্য কাউন্সিল ড: চাদ নাগপাল এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হয়ে যেতে পারে।

এই নিয়ে দ্বিতীয়বার কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার ড: চাদ নাগপাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর নিয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত করার সময় এখনও আসেনি। তিনি আরও বলেন, নতুন স্ট্রেনের করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তারের মাত্রা যদি এই গতিতেই বাড়তে থাকে তাহলে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভবপর নাও হয়ে উঠতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.