মোডার্নার করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে মারাত্মক অ্যালার্জি চিকিৎকের! বাড়ছে আতঙ্ক
Odd বাংলা ডেস্ক: মোডার্নার কোভিড টিকা নেওয়ার পরই বোস্টনের এক চিকিৎসকের গোটা শরীরে মারাত্মকভাবে অ্যালার্জি দেখা দেয়। বোস্টন মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ডা. হোসেন সাদযাদে নিজেই জানান, এই করোনা ভ্যাকসিনটি নেওয়ার পরপরই পার্শ্ব প্রতিক্রিয়া দেথা দিতে শুরু করে তাঁর শরীরে। কেবল অ্যালার্জিই নয়, ভ্যাকসিন গ্রহণের পর তাঁর চরম ক্লান্তি অনুভব হতে থাকে। সেই সঙ্গে বেড়ে যায় হৃদস্পন্দনও।
এর আগে ব্রিটেনে ফাইজারের করোনা টিকা গ্রহণের পর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল দুই ব্যক্তির। জানা যায়, অ্যালার্জির ইতিহাস ছিল তাঁদের। যার জেরে অ্যালার্জিপ্রবণ ব্যক্তিদের এই ভ্যাকসিন না নেওয়ারই পরামর্শ দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন মোডার্নার দেওয়ার ছাড়পত্র পাওয়ার পর চলতি সপ্তাহেই গণটিকাকরণ শুরু হয়েছে। কিন্তু বৃহস্পতিবারের ঘটনায় নতুন করে এই ভ্যাকসিন নিয়ে প্রশ্ন দেখা দিল চিকিৎসক মহলে। টিকাকরণ চালুর পর এই প্রথমবার এমন ঘটনা ঘটল বলেই খবর।
বোস্টন মেডিক্যাল সেন্টারের মুখপাত্র জানান, ডা. হোসেনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই তাঁকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। ইতিমধ্যেই তাঁকে ছেড়ে নেওয়া হয়েছে এবং তিনি আপাতত সুস্থই আছেন।
Post a Comment