চাপের মুখে মতবিরোধ কাটিয়ে ৯০ হাজার কোটি ডলারের করোনা ত্রাণ বিলে সই ট্রাম্পের


Odd বাংলা ডেস্ক: চাপের মুখে সমস্ত মতবিরোধ কাটিয়ে করোনাভাইরাস ত্রাণ বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প।শুরুতে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের আর্থিক সাহায্যের জন্য আনা এই বিলে প্রথমে সই করতে চাননি ট্রাম্প। তাঁর দাবি, জনগণকে আরও বেশি টাকা আর্থিক সাহায্য হিসাবে দিতে হবে। কিন্তু নিজের অবস্থান থেকে সরে এসে রবিবার রাতে এই বিলে সই করার কথা তিনি ঘোষণা করেছেন।এই বিলে মোট আর্থিক সাহায্যের অঙ্ক ৯০ হাজার কোটি ডলার।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ওই বিলে স্বাক্ষর না করলে মার্কিন প্রশাসন সাময়িক অচলাবস্থায় পড়ত। দেশে অচলাবস্থা পরিবেশ তৈরি ঠেকাতে সরকারি তহবিলের অনুমোদনে সম্মত হতে হতো কংগ্রেসকে। তার আগেই ওই বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প।

যদিও ট্রাম্পের চাহিদামাফিক ছয়শ ডলারের বদলে জনপ্রতি দুই হাজার ডলার তাদের পরিবারকে আরও দুই হাজারের বেশি ডলার দেওয়ার ব্যাপারে বিলে সংশোধন আসেনি। তার পরেও ট্রাম্প কেন স্বাক্ষর করতে সম্মত হলেন তা এখনও স্পষ্টভাবে জানাননি তিনি। বিলটিতে স্বাক্ষর করার ব্যাপারে ডেমোক্র্যাট তো বটেই, রিপাবলিকানদের পক্ষ থেকেও ট্রাম্পের ওপর চরম চাপ ছিল। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বিলটিতে স্বাক্ষরের জন্য তাকে আহ্বান করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.