এ কেমন নিয়ম! মৃতের সৎকার করেন নারীরা!
Odd বাংলা ডেস্ক: আফ্রিকার পশ্চিমের দেশ ক্যামেরুন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বেল্লো এক সময় ছিল প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। সেখানে বসবাসরত জাতি গোষ্ঠির মধ্যে একসময় সৌহার্দ্য বজায় থাকলেও এখন সেখানে শুধু মৃত্যুর গন্ধ।
সেখানে স্থানীয় আম্বাজোনিয়া ফ্রিডম ফাইটারস দলের ধ্বংসাত্মক কর্মাকাণ্ডে নিশ্চিহ্ন হয়ে গেছে শতাধিক পরিবার। কাউকে আশ্রয় নিতে হয়েছে দূরের কোন শহরে।
ইংরেজি ভাষাভাষি ক্যামেরুনের এই সংখ্যালঘু সম্প্রদায়টি গত কয়েক বছর ধরে একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে। গ্রামের বেশিরভাগ তরুণ ভিড়ছে এই অস্ত্রধারীদের দলে।
এখন বেল্লো গ্রামের প্রতিটি কোনায় এই সেনা সদস্যদের বিচরণ করতে দেখা যায়। যার পরিণতি হয় বেশ ভয়াবহ। শহরটিতে এখন যুদ্ধ-সহিংসতা এই শহরে যেন নিত্যদিনের ব্যাপার।
তবে যুদ্ধের কারণে নৃশংসতা চলতি বছর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেল্লোতে এই সেনারাই সম্ভবত একটি ভিডিও ধারণ করেছিল। সেটি স্থানীয় এক ব্যক্তির কাছে পাওয়া যায় যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। শহরের বিভিন্ন অংশ প্রায়শই অজ্ঞাত মরদেহ পাওয়া যায় একদম জ্বলন্ত অবস্থায়।
নোয়াম ফুটুঙ্গা, ৬০ বছর বয়সী ৫ সন্তানের মা বেলোতে তার পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাজধানী ইয়ন্দোতে। যেদিন তার প্রিয় সন্তানকে তার সামনে গুলি করে হত্যা করে সেনারা। তারপর পরই তিনি ঘরছাড়ার সিদ্ধান্ত নেন।
Post a Comment