করোনার প্রতিষেধক নিতে প্রস্তুত ৪ হাজার ভারতীয় সেনা


Odd বাংলা ডেস্ক: করোনার টিকাকরণে সক্রিয় অংশ গ্রহণ করতে প্রস্তুত দেশের জওয়ানরা। লেহ, লাদাখে মোতায়েন থাকা প্রায় চার হাজার জওয়ান শনিবার করোনা টিকা নেবেন বলে খবর।সূত্রের খবর, ভারতীয় সেনার প্রত্যেক জওয়ান টিকা পাবেন, যার শুরু হচ্ছে নর্দার্ন ফ্রন্ট জওয়ানদের দিয়ে।

বিশেষ সূত্রে খবর দেশের যে কোনও সীমান্তে মোতায়েন থাকা জওয়ানদের আগে লাদাখ সীমান্তের জওয়ানরা টিকা পাবেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উপস্থিত প্রত্যেক জওয়ানের কাছে পৌঁছে যাবে টিকা। সূত্রের খবর, যে চার হাজার জওয়ান টিকা পাচ্ছেন, তা দেশের মোট জওয়ানের সংখ্যার অনুপাতে নিতান্তই কম। লাদাখেই আরও সেনা জওয়ান মোতায়েন রয়েছেন। তবে তাঁদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। লাদাখের সাধারণ মানুষও আপাতত টিকা পাবেন না। আগে উপত্যকার স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।

সেনা সূত্রে খবর, লাদাখের জওয়ানদের মধ্যে করোনা ভাইরাস সেভাবে ছড়াতে পারেনি। এদিকে, অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীদের। সরকারি হিসেবে প্রায় ৩ কোটি মানুষকে প্রথম পর্বে টিকা দেওয়া হবে। তারপর করোনার টিকা পাবেন আরও ২৭ কোটি ভারতীয়। এক্ষেত্রে ৫০ বছরের বেশি ও ৫০-এর কম অথচ কো-মর্বিডিটি রয়েছে, তাঁদেরই টিকা দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.