গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে করোনা আক্রান্ত হলেন ৮ জন পুণ্যার্থী!
Odd বাংলা ডেস্ক: করোনা আবহে এবারের গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীদের করা হয় করোনা টেস্ট৷ এঁদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের খবর, এ বার গঙ্গাসাগর মেলায় ৩৬ হাজার পুণ্যার্থীর করোনা টেস্ট করা হয়েছিল৷ বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মুখী বিভিন্ন জায়গায় করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছিল৷ তাতে ৩৬ হাজার পুণ্যার্থীদের মধ্যে মাত্র ৮ জনের করোনা পজিটিভ৷
অন্যদিকে গঙ্গাসাগর মেলায় কয়েকজন অসুস্থ পড়লে, তাদেরকে জরুরি ভিত্তিতে বিশেষ হেলিকপ্টারে করে হাওড়ায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা আগেই চালু হয়েছে৷ এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া হয়৷
প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ জমায়ত হয়। এর মধ্যে অনেক বিদেশী পূন্যার্থীও এই মেলায় আসেন৷ করোনার কথা মাথায় রেখে তাই বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতিতে চলতি বছর বিশেষ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে খবর, অতিমারি কারণেই ‘ই-দর্শন’ এবং ‘ই-স্নান’-এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
Post a Comment