দেশজুড়ে বাড়ছে বার্ড ফ্লু! মাংস-ডিম খাওয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


Odd বাংলা ডেস্ক: করোনা অতিমারীর মধ্যেই কেন্দ্রের চাপ বাড়িয়েছে বার্ড ফ্লু-এর আতঙ্ক। কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, রাজস্থানে হাঁস, মুরগি, পাখির মৃত্যুর হিড়িক লেগেছে। মৃত পাখিদের শরীরে এইচ৫এন১ (H5N1) ভাইরাস মিলেছে। তারপরেই সতর্কতা জারি করেছে কেন্দ্র। সূত্রের খবর, ৪টি রাজ্যের ১২টি বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত করেছে এবং সেখানকার খামারগুলোকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
 
কেবল এই চার রাজ্য নয়, এর বাইরে বার্ড ফ্লু এখন দিল্লি, অসমেও আতঙ্ক ছড়িয়েছে। শনিবার রাজধানী দিল্লিতে তিনটি পাখির অস্বাভাবিক মৃত্যুতে বেড়েছে আতঙ্ক। এই পাখিগুলির শরীরে এইচ৫এন১ ভাইরাসের অস্তিত্ব আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অসম সরকার ইতিমধ্যেই উত্তর পূর্বের রাজ্যগুলির বাইরে থেকে মাংস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাত বার্ড ফ্লু আক্রান্ত। এর জেরে গোটা দেশে মুরগী-সহ পাখির মাংসের বিক্রি অনেকটা কমে গিয়েছে।

এই পরিস্থিতিতে বারবার একটাই প্রশ্ন উঠছে। মুরগির মাংস আর ডিম খাওয়া কতটা নিরাপদ?‌ এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে, প্রথমত, মুরগির মাংস বা ডিম ঠিকমতো রান্না করে খেলে কোনও সমস্যা নেই। রান্না করার সময় তাপমাত্রা হয় সাধারণত ৭০ ডিগ্রি সেলসিয়াস। মাংসের সমস্ত অংশের তাপমাত্রা যদি ৭০ ডিগ্রিতে পৌঁছয়, তাহলে ভাইরাস আর বেঁচে থাকতে পারে না। 

দ্বিতীয়ত, মাংস রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তৃতীয়ত, বাড়িতে মুরগি কাটলে তা থেকে মানুষের সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাড়িতে কাটার বিষয় এড়িয়ে চলাই ভালো। চতুর্থত, পাখি বা মুরগির দেহ স্পর্শ করা উচিত নয়। তা করলে হাত সাবান দিয়ে ধুয়ে নেওয়া উচিত। এসব নিয়ম মেনে চললে পাখিদের থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনা কম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.