আজ সকলকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরোধ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক


Odd বাংলা ডেস্ক: আজ থেকে শুরু হতে চলেছে পৃথিবীর বৃহত্তম টিকাকরণ অভিযান। আজ সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে করোনার গণ-টিকাকরণের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের সবাইকে আজ প্রতিষেধক নিতে অনুরোধ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

তবে মন্ত্রক এ-ও জানিয়েছে, প্রতিষেধক নেওয়াটা বাধ্যতামূলক নয়। কেউ টিকাকরণ কেন্দ্রে পৌঁছেও মত পাল্টালে তাঁর প্রতিষেধক না-নিয়ে ফিরে আসার পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রথম ধাপে টিকাকরণের আওতায় রয়েছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে অন্তত ৩ লক্ষকে আগামিকাল সারা দেশের ৩০০৬টি কেন্দ্র থেকে প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। 

প্রসঙ্গত, অনেক দেশের রাষ্ট্রনেতারা প্রথমে প্রতিষেধক নিলেও, আজ টিকাকরণ কর্মসূচীর অংশ হবেন না মোদী, বরং তিনি আঝ কেবল উদ্বোধনী ঘোষণাটুকুই করবেন। এদিকে, দেশের রাজনীতিকদের উদ্দেশে মোদী কার্যত বার্তা দিয়েই রেখেছেন যে, প্রভাব খাটিয়ে বা অন্য কোনও উপায়ে আগেভাগে টিকা নেওয়া চলবে না। যদিও সাংসদদের মধ্যে সম্ভবত কালই প্রথম প্রতিষেধক পেতে চলেছেন উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের সাংসদ মহেশ শর্মা। পেশায় চিকিৎসক ওই সাংসদের নিজস্ব হাসপাতাল থাকায় তিনি গোড়া থেকেই কোভিড রোগীদের চিকিৎসায় যুক্ত ছিলেন। তাই তাঁর নাম প্রথম তালিকায় এসেছে বলে দাবি করেছেন মহেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.