নিজের নাম ছাড়াও আধার কার্ডে এই বিষয়টা মিলিয়ে দেখুন, নইলে বিপদ


Odd বাংলা ডেস্ক: আপনিও কী ভুলে গিয়েছেন আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর দেওয়া রয়েছে ৷ এবার আপনি মাত্র ২ মিনিটেই জেনে যাবেন কোন মোবাইল নম্বর রেজিস্টার্ড করা রয়েছে ৷ বর্তমানে একাধিক কাজের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ ফলে কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে সেটা জেনে রাখা বেশ জরুরি ৷ কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে দেখে নিন এইভাবে-

UIDAI এর ওয়েবসাইট https://uidai.gov.in/ লগইন করতে হবে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে একাধিক ক্যাটাগরি রয়েছে

এখানে My Aadhar ক্যাটাগরিতে যেতে হবে এই ক্যাটাগরিতে Aadhar Services অপশন থাকবে এই অপশনে ক্লিক করার পর Verify Email/Mobile Number এর একটি নতুন উইন্ডো খুলে যাবে এই উইন্ডোতে আপনার আধার নম্বর ও নীচের বক্সে মোবাইল নম্বর এন্টার করতে হবে এরপর ক্যাপচা কোড দিয়ে ওটিপি জেনারেট করতে হবে ৷ আপনার নম্বর প্রথম থেকে রেজিস্টার্ড থাকলে মেসেজ আসবে The Mobile you have entered already verified with our records ৷ অর্থাৎ আপনার নম্বর আধারের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে ৷

আর যদি মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার্ড না থাকে তাহলে The Mobile number you had entered does not match with our records এই মেসেজ আসবে ৷ অর্থাৎ অন্য কোনও মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ৷ মোবাইল নম্বরের মতো ই-মেল আইডি চেক করার জন্যেও এই পদ্ধতি ফলো করতে হবে ৷ UIDAI এর তরফে নতুন আধার কার্ড জারি করা হয়ে থাকে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.