দীর্ঘ ৮ মাস পর ফের চিনে করোনায় মৃত্যু হল একজনের!


Odd বাংলা ডেস্ক: চিনে প্রায় আট মাস পর করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। তবে সে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। মৃত ব্যক্তি হুবেই প্রদেশের অধিবাসী, শুধু এটুকুই তথ্য দেওয়া হয়েছে। এছাড়া বেজিংকে ঘিরে থাকা হুবেইয়ের বেশ কয়েকটি শহরে লকডাউন আরোপ করা হয়েছে।

মহামারি শুরু হওয়ার পর কঠোর লকডাউন ও ব্যাপক পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল চিন। গত বছর মে মাসের মাঝামাঝি থেকে সেখানে করোনায় আর কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে দেশটির উত্তরাঞ্চলে দুই কোটিরও বেশি মানুষ লকডাউনের আওতায় রয়েছে। এর মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে একটি প্রদেশে। 

গত সপ্তাহে চিনা কর্তৃপক্ষ হুবেইয়ের রাজধানী শিজাঝুয়াংয়ে ব্যাপক পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া পরিবহন সংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শিজাঝুয়াং ছিল চীনের সর্বশেষ সংক্রমণের কেন্দ্রস্থল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশজুড়ে অন্তত ৮৮৫ জন করোনা রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.