৩০ বছরে রেকর্ড শীত কাশ্মীরে, ডাললেকের জল পরিণত হল বরফে
Odd বাংলা ডেস্ক: শীতের এক অনন্য রূপ নিয়েছে ভূস্বর্গ কাশ্মীর। সেখানকার বিখ্যাত ডাল লেক পরিণত হল বরফে। বৃহস্পতিবার ঘটেছে এমন ঘটনা। গোটা হিমালয় উপত্যকাটি জুড়ে মারাত্মক শৈত্য প্রবাহ বওয়ায় জেরে শ্রীনগরের তাপমাত্রা একেবারেই নিম্নমুখী৷ আবহবিদরা বলছেন, এই তাপমাত্রা গত ৩০ বছরের মধ্যে শীতলতম।
এর আগে গত ১৯৯১ সালে শ্রীনগরে তাপমাত্রা -১১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কিন্তু গত বুধবার রাতে সেই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় -৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ১৮৯৩ সালে।
এছাড়া ১৯৯৫ সালে একবার সেখানকার পারদ নেমে যায় -১১.৩ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার শ্রীনগরের ডাল লেক বরফে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকার বাকি অংশেও বয়ে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। দক্ষিণ কাশ্মীরের বার্ষিক তীর্থ যাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয়া পহেলগামে এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -১১.১ ডিগ্রি। তার আগের রাতে তা ছিল -১১.৭ ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে -১০ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিলো -২ ডিগ্রি।
Post a Comment