সাবধান! স্মার্টফোনে সূর্যাস্তের ছবি ব্যবহার করলেই বিপদ!
Odd বাংলা ডেস্ক: অ্যানড্রয়েড ফোনে ওয়ালপেপার ব্যবহারে সতর্ক থাকতে বলেছে আইস ইউনিভার্স। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যাস্তের সুন্দর একটি ছবি দেখা যাচ্ছে, এটি ব্যবহার করলে অ্যানড্রয়েড ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে।
আইস ইউনিভার্স এক টুইটে জানিয়েছে, সাবধান! এই ছবিটি ওয়ালপেপার হিসেবে কখনোই ব্যবহার করবেন না, বিশেষ করে স্যামসাং ফোন ব্যবহারকারীরা। এটি আপনার ফোনটিকে ক্ষতিগ্রস্ত করবে। কেউ যদি আপনাকে এই ছবিটি পাঠায় তাহলে এটিকে এড়িয়ে যান।
একটি ওয়ালপেপার কী-ই বা ক্ষতি করতে পারে? প্রশ্নটা করতেই পারেন। বিশেষজ্ঞদের মতে, এই ওয়ালপেপারের মধ্যে কিছু নির্দিষ্ট রঙের কাজ করা হয়েছে, যা ফোনের স্ক্রিনের সঙ্গে মানানসই নয়। এ কারণে ছবিটি ব্যবহার করায় ফোনে সমস্যা দেখা দিচ্ছে।
জানা গেছে, ছবিটি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করলে অ্যানড্রয়েড ১০ চালিত ফোনের স্ক্রিন ক্রমাগত অন এবং অফ হতে থাকে। এমনকি এই সমস্যা সমাধানের জন্য ফ্যাক্টরি রিসেট পর্যন্ত দিতে হয়।
Post a Comment