করোনার ভ্যাকসিন বহন করতে প্রয়োজন এই জিনিসটির, নির্দেশিকা প্রকাশ ডিজিসিএ-র
Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই দেশের সব রাজ্যে কোভিড যোদ্ধাদের টিকাকরণের ড্রাই রান শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে শুক্রবার বিমানে কোভিড ভ্যাকসিন বহন করার নির্দিষ্ট নির্দেশিকা জারি করল ডিজিসিএ।
গাইডলাইনে বলা হয়েছে, ভ্যাকসিনকে যথাযথ ভাবে গন্তব্যে পৌঁছে দিতে শুকনো বরফ বা ড্রাই আইসে মুড়ে নিয়ে যেতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, "কোভিড ভ্যাকসিন নিয়ে সরকার, জনগণ এবং স্বাস্থ্যকর্মীদের প্রত্যাশা আকাশছোঁয়া। ভ্যাকসিন বহন করার ক্ষেত্রে বিমানই সবচেয়ে সুবিধেজনক মাধ্যম। সে কথা মাথায় রেখে ভ্যাকসিনকে যথাযথ ভাবে এবং বিশ্বমানের প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থায় বহন করতে হবে।"
ডিজিসিএ আরও জানিয়েছে, বিপজ্জনক বস্তু বহন করার প্রয়োজনীয় অনুমোদন যে সব বিমানের রয়েছে, সেগুলিই নির্দিষ্ট নির্দেশিকা মেনে এই ভ্যাকসিন বহন করতে পারবে। অন্য বিমানে ভ্যাকসিন নিয়ে যেতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে। তবে প্রত্যেকক্ষেত্রেই ভ্যাকসিনকে ড্রাই আইসে মুড়ে নিয়ে যেতে হবে, যাতে ভ্যাকসিনকে -৮ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -৭০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা যায়। আর তাই সব ভ্যাকসিনকেই রেফ্রিজারেটরের মধ্যে নিয়ে যেতে হবে।
আরও বলা হচ্ছে, যেহেতু ড্রাই আইস বা কঠিন কার্বন-ডাই-অক্সাইডের মধ্যে ভ্যাকসিন বহন করাই সবচেয়ে সহজলভ্য উপায়, সে কারণে এই উপায় অবলম্বন করা সবচেয়ে সুবিধাজনক। বিমানের সুরক্ষার কথা মাথায় রেখে একটি বিমান সবচেয়ে বেশি কতটা ড্রাই আইস বহন করতে পারবে, তাও নির্দিষ্ট করে দেওয়া আছে। এই নিয়ম যাতে ঠিকঠাক মেনে চলা হয়, তা-ও নির্দেশিকায় জানিয়েছে ডিজিসিএ।
Post a Comment