আপনার কি SBI-এর এটিএম কার্ড আছে? তাহলে...
Odd বাংলা ডেস্ক: গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কের তরফে সময় সময়ে বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়ে থাকে ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যালার্ট করল গ্রাহকদের ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি আপনি এটিএম কার্ড ব্যবহাক করেন তাহলে অবশ্যই এই ৯টি বিষয়ে জেনে রাখুন ৷ না হলে বড়সড় লোকসানের মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ দেশজুড়ে অনলাইন ফ্রডের ঘটনা বাড়তে থাকায় গ্রাহকদের সতর্ক করা হল ব্যাঙ্কের তরফে ৷
ট্যুইট করে গ্রাহকদের সিকিউরিটি টিপস দিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ এই সমস্ত টিপস এটিএম কার্ড ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে ৷
কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে দেখে নিন...
>>এটিএম বা পিওএস মেশিনে এটিএম কার্ড ব্যবহার করার সময় আপনার >>এক হাত দিয়ে কিপ্যাড ঢেকে নিন যাতে অন্য কেই পাসওয়ার্ড দেখতে না পায় ৷ >>আপনার এটিএম কার্ডের পিন নম্বর কারোর সঙ্গে শেয়ার করবেন না পিন নম্বর কার্ডে ভুলেও লিখবেন না >>যে সমস্ত মেসেজ আপনার থেকে কার্ড নম্বর বা পিন নম্বর চেয়ে থাকে সেই সমস্ত মেসেজে ভুলেও রিপ্লাই দেবেন না >>আপনার লেনদেনের রসিদ সাবধানে রাখুন বা ভাল করে ছিঁড়ে ফেলে দিন >>ট্রানজাকশন শুরু করার আগে স্পাই ক্যামেরা অবশ্যই চেক করে নিন >>এটিএম বা পিওএস মেশিন ব্যবহারের সময় কিপ্যাড চেক করে নেবেন >>ফোন নম্বর যেন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহেল ট্রানজাকশন অ্যালার্ট আসতে থাকবে
ভুলেও কখনও আপনার এটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ডিটেল কাউকে দেবেন না ৷ এর জেরে আপনার অ্যাকাউন্টে জমা থাকা টাকা মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে ৷
Post a Comment