পাকিস্তানের গুলিতে শহিদ সেনা জওয়ান বাবা, মৃতদেহের সামনে দাঁড়িয়ে ছেলে বললেন 'গর্ব হচ্ছে'


Odd বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নশেরা সেক্টরে পাকিস্তানের গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ান রবীন্জদ্র জাখর ৷ ইতিমধ্যেই তাঁর পার্থিব শরীর সেনা সম্মানের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ 

কাতারে কাতারে মানুষ এসে জমায়েত হয়েছিলেন দেশমাতার বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে ৷ বীর জওয়ানের নিথর দেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তখনই কলোনির সবাই কান্নায় ভেঙে পড়েছেন ৷ এলাকার মানুষ সম্মান প্রদান করেছেন তাঁর চোখের মণিকে ৷ 

বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে চোখের জলে বিদায় জানানো হয়েছে ঘরের ছেলেকে ৷ গ্রামের বাড়িতে মৃতদেহ পৌছতেই কান্নার রোল পড়েছিল ৷ সবাই শেষ সম্মান জানালেও মন থেকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় বীর সন্তানের বিদায় ৷ বারেবারে চোখ ভরিয়ে তুলছে, পড়শি থেকে আত্মীয় স্বজনেরা যেন বিশ্বাসই করতে পারছেন না যে তাঁদের সন্তান আর নেই ৷ 

এই অবস্থায় বাবার মৃত্যুতে তিনি গর্ব করেছেন, ছেলেও সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মেডিক্যাল টেস্ট চলছিল সেই সময়েই এমন খবর মনকে বারাক্রান্ত করলেও বাবার জন্য গর্বে মাথা উঁচু হয়েছে ছেলের ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.