জন্মদাতা বাবাই বিয়ে করে মেয়েকে!

Odd বাংলা ডেস্ক: কত বিচিত্র সংস্কৃতির এই পৃথিবী। আরো বিচিত্র পৃথিবীর মানুষের যাপিত জীবন। এক সমাজে যেটা প্রথা বা বিধি-বিধান অথবা সংস্কৃতি হিসেবে প্রচলিত ও স্বীকৃত, অন্য সমাজে তা দৃষ্টিকটু কিংবা অন্যায়।

এখানে স্থান, কাল পাত্রভেদে একই বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য ভিন্ন-ভিন্ন। আর এসব নিয়ে পৃথিবী নামে গ্রহের বিচিত্র সমাজ ব্যবস্থা চলে আসছে আদিকাল থেকে। বাংলাদেশের মধুপুরে অল্প-স্বল্প মান্ডি উপজাতির বসবাস রয়েছে।

এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী- মেয়েদের জন্মদাতা বাবাকে বিয়ে করতে হয়। আর এজন্য বিয়ের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মাকেই। অর্থাৎ স্বামীর কাছে নতুন স্ত্রী হিসেবে সপে দিতে হয় মেয়েকে। তাই এ সম্প্রদায়ের মেয়েদের শ্বশুর বাড়ি বলতে নিজের বাড়িটিই।

৩০ বছর বয়সী মান্ডি কন্যা অরোলা ডালবোটের জীবন কাহিনী বেশ করুণ। অরোলার ছোটবেলায় বাবা মারা যান। তখন তার মা মিটটামনি নটেন নামে এক পুরুষকে বিয়ে করেন। পরে মায়ের নতুন স্বামী নটেনকেই রীতি অনুযায়ী অরোলাকে বিয়ে করতে হয়।

অরোলা বলেন, যখন বয়স বাড়তে থাকে, তখন একজন সুপুরুষকে স্বামী হিসেবে কল্পনা করতে শুরু করি। কিন্তু একদিন জানতে পেলাম তিন বছর বয়সে বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তখন সব ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করেছিল।

বর্তমানে বাবা নটেনের ঔরসজাত (বর্তমানে স্বামী) অরোলা তিন সন্তানের জননী। প্রথম ছেলে সন্তানের বয়স ১৬ বছর, দ্বিতীয় কন্যা সন্তানের বয়স ৯ বছর ও তৃতীয় কন্যা সন্তানের বয়স প্রায় দুই বছর। অরোলার মায়ের নটেনের ঔরসজাত দুই সন্তান। একজন ছেলে, অপরজন মেয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.