রবিবারের দুপুর জমে যাক শাহি জাফরানি পোলাও-এর সঙ্গে


Odd বাংলা ডেস্ক: রবিবারের শীতের দুপুরে গরম গরম পোলাও হলে দুপুরটা জাস্ট জমে যায়। কী বলেন? তাই আজ আপনাদের জন্য রইল শাহি জাফরানি পোলাও রেসিপি-

উপকরণ -

  • পোলাও চাল ১ কেজি
  • তেল আধা কাপ
  • ঘি আধা কাপ
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • আস্ত এলাচি ৪-৫টি
  • দারুচিনি ২-৩টি স্টিক
  • কাজু ও পেস্তা বাদাম বাটা ২ টেবিল চামচ
  • নারকেল দুধ ১ কাপ
  • কিশমিশ (ঘিয়ে ভাজা) ২ টেবিল চামচ
  • জাফরান (দুধে ভেজানো) ১/৪চা-চামচ
  • শাহি জিরা (আস্ত) ১ চা-চামচ
  • গরম জল৫/৬ কাপ
  • দুধ ১ কাপ
  •  লবণ স্বাদমতো

প্রণালি-

চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে শাহি জিরা ও এলাচি দারুচিনি দিন। আদা কুচি দিয়ে একটু ভাজুন। ভাজা হয়ে গেলে চাল দিয়ে ভাজুন। আদা বাটা ও নুন দিন ও একটু ভেজে গরম পানি দিয়ে দিন। বাদাম বাটা একটু জল দিয়ে নরম মিশ্রণ করে চালে দিয়ে দিন। চাল অর্ধেক ফুটে এলে নারকেল দুধ ও ঘন তরল দুধ দিয়ে ঢেকে দিন। পোলাও হয়ে এলে জাফরান ও কিশমিশ দিয়ে দমে রাখুন ১০ মিনিট। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.