‘লাভ পোশন’ এক চুমুকেই হয়ে যাবে প্রেম!
Odd বাংলা ডেস্ক: ‘লাভ পোশন’ নাম কী শুনেছেন? যেটা এক চুমুক পান করলে প্রেম রোগ হয়ে যাবে! প্রেমে পড়তে বাধ্য হবে যে কেউ। কি বিশ্বাস হচ্ছে না তো? লাভ পোশন সত্যি সত্যি আছে, এবং বিজ্ঞানীরাও সেটাই দাবি করেছে।‘লাভ পোশন’ এমনই এক পানীয়, যা পান করলে প্রেমে পড়তে বাধ্য হবে যে কেউ।
ইংল্যান্ডের কিংবদন্তি বীর রাজা আর্থারের গাথায় বার বার উঠে এসেছে ‘লাভ পোশনের’ কথা। আদি মধ্যযুগে ইউরোপের জাদুবিদ্যা বিশারদ ড্রুইডরা নাকি বানাতে জানতেন লাভ পোশন। পরে তা অধিকারে আসে অ্যালকেমিস্টদের।
অনেকেই মনে করেন, অ্যালকেমিস্টরা এই পানীয়টি বানাতেন। কিন্তু আধুনিক বিজ্ঞান ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। বিজ্ঞানীরাও এই উদ্ভট পানীয়টি তৈরি করতে আগ্রহী হয়ে পড়েছেন।
গবেষকরা মনে করেন, ‘নিউরোপেপটাইড অক্সিটোসিন’ নামের একটি রাসায়নিক, মানুষের সামাজিক আচরণকে প্রভাবিত করে। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ও সাইকো বায়োলজির অধ্যাপক এম হেইনরিখ ও জি ডোমেস জানান, সামাজিক সম্পর্ক, বিশেষত আবেগের সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এই রাসায়নিক ‘লাভ পোশন’। আর তাই এই রাসায়নিককে ঘিরেই ভাবতে শুরু করেছেন অনেক বিজ্ঞানী।
এই ‘নিউরোপেপটাইড অক্সিটোসিন’ নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন ও নৈতিক বিতর্কও। এতে অনিবার্যভাবে কোনো মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্য বিঘ্নিত হয়। তার পছন্দ-অপছন্দের ওপরে জোর খাটানো হয়। যা মোটেই সমীচীন নয়। আর এ কারণেই বিজ্ঞানীদের গবেষণাটি বাস্তব রূপ নিতে একটু সময় লাগছে।
Post a Comment