আর কিছুক্ষণের মধ্যেই শুরু দেশব্যাপী টিকাকরণ, তালিকায় রয়েছেন পদ্মপুরস্কারপ্রাপ্ত চিকিৎসক এবং সাফাইকর্মীরা



Odd বাংলা ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কিছুপরেই দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল সাড়ে ১০টা নাগাদ এই টিকাকরণ অভিযানের সূচনা করবেন। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আপাতত প্রায় ৩ কোটি করোনা-যোদ্ধাকে টিকা দেওয়া হবে। তালিকায় রয়েছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক থেকে শুরু করে সাফাইকর্মীরা।

কিছুক্ষণের মধ্যেই দেশব্যাপী টিকা অভিযান শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০.৩০টায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৩,০০৬ সাইট থেকে টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করবেন।

আজ বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি সাইটে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর সর্বশেষ ভার্চুয়াল বৈঠকের সময় জানিয়েছিলেন, প্রথম ধাপে দেশের প্রায় ৩ কোটি করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। টিকাকরণের জন্য প্রথমেই স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.