বৃহস্পতির চাঁদে কেউ বা কারা বাজাচ্ছে FM রেডিও, ধন্ধে NASA


Odd বাংলা ডেস্ক: এবার বৃহস্পতির চাঁদ গ্যানিমেডে অনুভূত হল রেডিও সিগনাল। আর সম্প্রতি সেই তরঙ্গ চিহ্নিত করল NASA-র একটি স্পেসক্রাফ্ট। সাধারণত, রেডিও তরঙ্গ বা FM সিগন্যাল কোনও জীব থাকার ইঙ্গিত বা যোগাযোগের বিষয়টিকে তুলে ধরে। এর জেরে অনেকেই বৃহস্পতির চাঁদে এলিয়েনের অস্তিত্ব নিয়ে কথা বলতে শুরু করেছেন। তবে জল্পনার অবসান ঘটিয়েছেন মহাকাশ-বিজ্ঞানীরা স্বয়ং। তাঁদের কথায়, আপাতত এরকম কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। 
বৃহস্পতির কোনও প্রাকৃতিক প্রক্রিয়ার জেরেই এই রেডিও তরঙ্গের উৎপত্তি। NASA-র তরফে জানা গিয়েছে, JUNO নামের এক স্পেসক্রাফ্টে ধরা পড়েছে এই এফএম রেডিও সিগন্যাল। বৃহস্পতির কক্ষপথ ধরেই প্রদক্ষিণ করছিল মহাকাশযানটি। এমন সময়ে বৃহস্পতির চাঁদ গ্যানিমেড (Ganymede) থেকে তরঙ্গের বিষয়টি অনুধাবন করতে সক্ষম হয় JUNO। উল্লেখ্য বৃহস্পতির ৭৯টি চাঁদের মধ্যে অন্যতম চাঁদ হল গ্যানিমেড। এর আগে কখনও এই চাঁদ থেকে কোনও রকম তরঙ্গ বা এফএম সিগন্যাল ধরা পড়েনি। তাই ক্রমেই জল্পনা বাড়ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.