মুক্তি পেল ওয়েব সিরিজ তাণ্ডব, দেখার আগে জেনে নিন এই বিষয়গুলি

Odd বাংলা ডেস্ক: অ্যামাজনের নতুন সিরিজ ‘তান্ডব’ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। সিরিজটি রাজনীতি, ডার্ক সিক্রেট এবং ধূর্ত কৌশলগুলির সমন্বয়ে গড়ে উঠেছে। আইএমডি-র তরফে একে ১০-এর মধ্যে ৬.৩ রেটিং দেওয়া হয়েছে।

গল্পের প্লটটি পুরোপুরি রাজনীতির কৌতূহল এবং বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে আবর্তিত। আর আপনি যদি রাজনীতি এবং এর সাথে সম্পর্কিত শো-এর প্রতি আগ্রহী হন তবে আপনি এটি উপভোগ করবেন।

সিরিজে দুটি গল্প একে অপরের সঙ্গে সমান্তরালভাবে চলে, যেখানে একটিতে দিল্লিতে ক্ষমতার লড়াই নিয়ে আবর্তিত, অন্যটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বৈষম্য, বর্ণবাদ, পুঁজিবাদ, ফ্যাসিবাদ থেকে মুক্তির সংগ্রাম প্রদর্শন করে। পাশাপাশি তাণ্ডব একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের ঝলক দেয় যা স্পষ্টভাবে বিতর্কিত জেএনইউ ঘটনার আদলে তৈরি করা হয়েছে।

যদিও অনেকেরই বক্তব্য, সিরিজের গল্পটি খুব একটা "শক্তিশালী" নয়, অভিনেতাদের অভিনয় কাহিনীকে আরও শক্তিশালী করেছে।সইফ আলি খান, কুমুদ মিশ্র, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার এবং মোহাম্মদ জিশান আয়ুব তাঁদের চরিত্রদের প্রতি যথেষ্ট ন্যায়পরায়ণ, যার ফলে সিরিজটির ওজন বেড়েছে।স্বল্প সময়ের জন্য অনস্ক্রিনে আসা তিগমংশু ধুলিয়াও কার্যকরভাবে একটি ছাপ রেখে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.