মালদায় ৬ ঘন্টায় প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ শেষ, রাতারাতি নিয়োগ হলে পদক্ষেপ নেবে আদালত


Odd বাংলা ডেস্ক: সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগ–পর্ব চলছে পশ্চিমবঙ্গে। রবিবার এর ইন্টারভিউয়ের শেষ দিন। এমন সময় রাজ্য সরকারকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। 

আদালতের পক্ষ থেকে এ ব্যাপারে পরিষ্কার জানানো হয়েছে, প্রাথমিকে রাতারাতি নিয়োগ হলে হাইকোর্ট পদক্ষেপ করবে। এদিন শুনানি চলাকালীন মামলাকারীদের তরফে আইনজীবী আশঙ্কা প্রকাশ করে জানান, ‘‌মাত্র ৬ ঘণ্টায় মালদা, বাঁকুড়ায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। 

রবিবার, ১৭ জানুয়ারি ইন্টারভিউয়ের শেষ দিন। সেদিন রাতেই নিয়োগ তালিকা প্রস্তুত করে দেওয়া হতে পারে।’‌ আর আইনজীবীর এই কথা শুনেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘‌রাতারাতি যদি নিয়োগ তালিকা প্রস্তুত হয় তবে হাইকোর্টও প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’‌

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.