সারাদিন ব্যাস্ত থাকল মিডিয়া, দিনের শেষে শতাব্দী 'আমি কোথাও যাচ্ছি না'


Odd বাংলা ডেস্ক: শুক্রবার সারাদিন টানাপোড়েনের পর অবশেষে মান ভাঙল শতাব্দীর। এদিই সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁকে নিয়ে ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কার্যালয়ে যান দলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তাঁদের মধ্যে বৈঠক চলে দু’‌ঘণ্টা ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে শতাব্দী রায় পরিষ্কার জানালেন, দলের সঙ্গেই থাকছেন। কাল, শনিবার দিল্লি যাচ্ছেন না তিনি। দুপুর ২টোয় কোনও ফেসবুক লাইভও করবেন না।

এদিন বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‌আমার যে অভিযোগ–অভিমান ছিল, যে সমস্যা হয়েছিল সেগুলি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। এবং সেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।’‌ তখনই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন তিনি কি কাল, শনিবার দিল্লি যাচ্ছেন?‌ উত্তরে শতাব্দী বলেন, ‘‌না। আমি দিল্লি যাচ্ছি না।’‌

শতাব্দী রায়ের ফ্যান পেজ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল যে শনিবার ২টোয় তিনি তাঁর সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা করবেন। কিন্তু এমন কোনও ফেসবুক লাইভ বা কোনও ঘোষণা হচ্ছে না বলেই এদিন জানিয়েছেন শতাব্দী। তিনি বিজেপি–তে যাচ্ছেন কিনা প্রশ্ন করা হলে পাশ থেকে কুণাল ঘোষ বলেন, ‘‌শতাব্দী দলের সাংসদ, দলের নেত্রী। দলেই আছেন, দলেই থাকবেন।’‌

শতাব্দীর কথায়, ‘‌আমি দলেই আছি। আমার মনে হয় সবার এই সময় দলে থাকা দরকার।’‌ তার পরই তিনি একটি অসম্পর্ণ কথা বলেন, যা নিয়ে একটু হলেও জল্পনা থেকে যাচ্ছে। শতাব্দী বলেন,‌ ‘‌আমরা এই ক’‌মাস থেকে নিয়ে, শুনে নিয়ে, তার পর আমরা.‌.‌.‌.‌।’‌ কথাটি শেষ করতে পারেননি শতাব্দী। যদিও দলের কার বিরুদ্ধে তাঁর মূল অভিযোগ ছিল না নিয়ে কোনও এদিন কোনও মন্তব্য করতে চাননি শতাব্দী রায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.