আজ ৭৩ তম ভারতীয় সেনা দিবস, ইতিহাসে এই দিনটির তাৎপর্য অপরিসীম

Odd বাংলা ডেস্ক: ১৮৯৫ সালের ১ এপ্রিল সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ১৫ জানুয়ারী দিনটিতে কেন পালিত হয় সেনাদিবস? এর নেপথ্যে রয়েছে এক ইতিহাস।

দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কিন্তু দেশের সেনা প্রধানের পদে তার পরেও বহাল ছিলেন এক ইংরেজ যোদ্ধা, নাম- জেনারেল স্যার ফ্রান্সিস বুচার। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের সেনাবাহিনী। তারপর ১৯৪৯ সালের ১৫ই জানুয়ারি দায়িত্বের হস্তান্তর ঘটে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনী 'সেনা দিবস' হিসাবে উদযাপন করে আসছে।



তবে জানেন কি, সেনা দিবস কীভাবে পালিত হয়?সেনা দিবসে, যুদ্ধের ময়দানে প্রাণ হারানো সৈন্যদের স্মরণ করা হয় এবং দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানানো হয়।দেশের সমস্ত সেনা কমান্ড সদর দফতরে উদযাপিত হয় এবং ভারতের শক্তি প্রদর্শনের জন্য সমস্ত ধরণের সামরিক হার্ডওয়্যার এবং সরঞ্জাম প্রদর্শিত হয়।

সেনা দিবসের মূলমন্ত্রটি হ'ল "সার্ভিস বিফোর সেল্ফ"।প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন হিমবাহ, বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র, যা ২০,০০০ ফুট উচ্চতার উপরে অবস্থিত, তা নিয়ন্ত্রণ করে।ভারতীয় সেনাবাহিনী এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বেচ্ছাসেবী সামরিক ইউনিট।

২০২০-২১ সালে, প্রতিরক্ষা মন্ত্রকের ডন্য বরাদ্দ করা হয়েছে ৪,৭১,৩৭৮ কোটি টাকা।প্রতিরক্ষা ব্যয় কেন্দ্রীয় সরকারের বাজেটের ১৫.৫% গঠন করে এবং ২০২০-২১-এর জন্য ভারতের আনুমানিক জিডিপির ২.১%।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.