বহুমুখী প্রতিভাধর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে ৫টি আকর্ষণীয় তথ্য
Odd বাংলা ডেস্ক: বহুমুখী প্রতিভাধর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সম্পর্কে বই পড়ে বা ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্যই বিভিন্ন সময় আপনারা জেনেছেন, আজ রইল তাঁর সম্পর্কে অজানা ৫ তথ্য-
- ইতালির এই বিখ্যাত শিল্পী চিত্রকলা, গণিত, সংগীত এবং পদার্থবিজ্ঞান-সহ অনেক ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।
- ‘মোনা লিসা’ এবং ‘লাস্ট সাপার’ তাঁর বিখ্যাত রচনা।
- তিনি একইসঙ্গে উভয় হাত দিয়ে আঁকতে পারতেন এবং ডানদিক থেকে বামিকে লিখতে পারতেন।
- বিল গেটস তাঁর হাতে লেখা বই, কোডেক্স লিসেস্টার কিনেছিলেন ২০৯ কোটি টাকায়।
- তাঁর ছবি সালভেটর মুন্ডি ২,৯৪০ কোটি টাকায় বিক্রি হয়েছিল, যা নিলামের মাধ্যমে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিত্রকর্ম।
Post a Comment